
প্রকাশিত: Wed, Dec 7, 2022 7:00 PM আপডেট: Wed, Apr 30, 2025 4:34 AM
কলকাতায় বিজয় উৎসবে যোগ দেবেন বাংলাদেশের ৬০ মুক্তিযোদ্ধা
খালিদ আহমেদ: ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড বরাবরের মতো একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫১তম বিজয় উৎসবও যথাযোগ্য মর্যাদায় পালন করবে। এ উপলক্ষে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড চার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে।
মঙ্গলবার দুপুরে পূর্বাঞ্চলীয় কমান্ডের দপ্তরে সেনাবাহিনীর মেজর জেনারেল ডি এস কুশওয়া এক সংবাদ সম্মেলনে বিজয় উৎসবের কর্মসূচি তুলে ধরেন। এতে বলা হয়, এবার কলকাতায় আয়োজিত সেনাবাহিনীর বিজয় উৎসবে বাংলাদেশ থেকে যোগ দিচ্ছেন ৬০ মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা। যোগ দেবেন ছয়জন উচ্চপদস্থ সেনা ও প্রশাসনিক কর্মকর্তাও।
বিজয় উৎসব চলবে ১৩ থেকে ১৬ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর ঢাকা থেকে আসা মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের বীরদের সংবর্ধনা দেওয়া হবে। পরদিন ফোর্ট উইলিয়ামের শহীদ স্মারকে পুষ্পমাল্য অর্পণ ও কুচকাওয়াজের মাধ্যমে একাত্তরের বীরদের স্মরণ করা হবে। সন্ধ্যায় কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আয়োজন করা হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলো ও ধ্বনির বশেষ প্রদর্শনী। কলকাতার পূর্বাঞ্চলীয় সেনা সদর দপ্তরে মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়া বাংলাদেশ প্রতিনিধিদল। উপস্থিত আছেন ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের জিওসি অনিল চৌহান, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়সহ বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস ও একাত্তরের কলম সৈনিক সাংবাদিক দিলীপ চক্রবর্তী। এই সংবাদ সম্মেলনকে কিছুটা ভিন্নতা দিতে ফোর্ট উইলিয়ামে একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়। সম্পাদনা: মাজহারুল ইসলাম
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী

[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত

[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত

[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র

[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
